০২ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের মরণফাঁদ রূপী সেই ইউটার্ন বন্ধের পর প্রতীবন্ধক পিলার সরিয়ে চলছে সিএনজি-অটোরিক্সা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৩টায় এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন সড়ক ও জনপদ অধিদপ্তর কুমিল্লার প্রধান প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। অনুসন্ধানে জানা গেছে, স্পর্শকাতর ইউটার্নে ভয়াবহ সব দুর্ঘটনার নেপথ্যে রয়েছে উল্টোপথে যানবাহনের প্রবেশ এবং বাহির। গেল তিন বছরে ওই ইউটার্নে ৫৪টি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ১১জন যাত্রী, পথচারী এবং চালকের প্রাণ গেছে। তাছাড়া অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং চালকের প্রাণ গেছে। তাছাড়া অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। স্থানীয়রা জানায়, খিলা বাজারে প্রবেশ ও বাহির করার জন্য বিভিন্ন পরিবহণ এবং প্রাইভেট যানবাহন...