চ্যাটজিপিটি এআইয়ের এক অন্যতম আবিষ্কার, যা আমাদের জীবনে যেন আশীর্বাদ হয়েছে। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। যে কোনো প্রশ্ন করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে। শুধু গুরুগম্ভীর আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে। ওপেনএআই এবার চ্যাটজিপিটিতে যুক্ত করছে নতুন একটি ফিচার। যার নাম পালস। এটি নিজে থেকেই আপনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। ধরুন আপনার একজন ব্যক্তিগত সহকারী আছে যে সারারাত আপনার জন্য কাজ করে। পালস ঠিক তাই। এটি আপনার সাম্প্রতিক চ্যাট, আপনার পছন্দের বিষয় এবং অন্যান্য ডাটা বিশ্লেষণ করবে। তারপর প্রতিদিন সকালে পালস আপনাকে তৈরি করে দেবে আপনার জন্য বিশেষভাবে তৈরি একটি তথ্যের প্যাকেজ। ধরুন আপনি পালসকে বললেন ডায়েট। পালস আপনার ফোনের...