০২ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম উন্নত জাতের আগাম ফুলকপি চাষাবাদে জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শীতকালের মৌসুমী ফুলকপি এখন শরৎকালে চাষ করে প্রচুর লাভের আশায় প্রহর গুনছেন কৃষকেরা। একদিকে তাঁদের আয় বৃদ্ধি ও পরিবারের খরচের চাহিদা মেটানোর সম্ভাবনার দুয়ার খুলছে ওই সকল চাষিদের। ফুলকপি শীতকালীন সবজি হিসেবে সময় উপযোগী হলেও শরৎকালে ঝুঁকি নিয়ে সফলভাবে চাষ করা হচ্ছে। একদিকে বাজারে চাহিদা বৃদ্ধি ও অসময়ে উৎপাদনের পরিবর্তন দেখা যাচ্ছে। স্থানীয় কৃষকরা বাণিজ্যিক ও গৃহস্থলী পদ্ধতিতে ফুলকপি চাষ করছেন। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুরের কৃষক ভবানীশ্বর রায় ৫০ শতক জমিতে ফুলকপি চাষ করছেন। ভিন্ন ধরনের পরিচর্যায় ব্যস্ত তিনি। প্রহর গুনছেন আগামী দুই সপ্তাহ পরে এই ফুলকপি জমি থেকে তুলে বাজারজাত করবেন। তিনি অনেক দূর থেকে প্লাটিনোগ্রিন ফুলকপির...