খবর টি পড়েছেন :২১২শুধুমাত্র শেরপুর জেলার সবচেয়ে প্রাচীন নয়, সারা বাংলদেশের দ্বিতীয় প্রাচীন পূজা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘মঙ্গলভবন’ এর পূজা মণ্ডপটি। যা এবার ১৩১ বছরে পা রাখলো।১৮৯৫ সালে মঙ্গলরাম সরকার নামের এক ব্যক্তি ভাবলেন পাড়ায় একটিও পূজা মণ্ডপ নেই। তাই পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পালপাড়া এলাকায় তৈরি করেছিলেন শ্রী শ্রী মঙ্গল ভবন পূজা মণ্ডপ। সেই মঙ্গল ভবন পূজা মণ্ডপ এবার ১৩১ বছরে পা দিয়েছে।বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম মণ্ডপ এটি।পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, কলকাতার রামকৃষ্ণ মিশন থেকে ‘উদ্বোধন’ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। সেই পত্রিকায় বলা হয়েছে, সিলেটের পাচঁগাও একটি পূজা মণ্ডপ রয়েছে যা প্রায় ১৭৮ বছরের প্রাচীন। আর দেশের দ্বিতীয় প্রাচীন পূজা মণ্ডপ হচ্ছে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের খালভাঙ্গা এলাকার ‘মঙ্গল ভবন’ পূজা মন্ডপটি।দেবী দুর্গার আগমনে...