০২ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম বেসামরিকদের ত্রাণবহর গাজা উপকূলের এতো কাছাকাছি পৌঁছাতে পারলে অন্যান্য দেশের নৌবাহিনী সেখানে কেন যেতে পারে না—এমন প্রশ্ন তুলেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেয়া এক পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা। পোস্টে তিনি লেখেন, সুসজ্জিত নৌবাহিনীর দেশগুলি কেন ইসরায়েলের নৌ-অবরোধ ভাঙতে পারছে না। আমরা কি এই পৃথিবীতে বাস করি? এটা কোনোভাবেই মেনে নেয়া যায়না। পোস্টে দেশগুলোর সমালোচনা করে ইসরায়েলকে আবারও গণহত্যা ও দুর্ভিক্ষের জন্য দায়ী করেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। এছাড়া, গাজাগামী ত্রাণবাহী বহরের নিরাপদ যাত্রার জন্য শুভকামনা ব্যক্ত করে উৎসাহও দেন তিনি। গাজা ফ্লোটিলা আটকের ঘটনায় উদ্বেগ্ন প্রকাশ ব্রিটেনের সাগরকন্যা কুয়াকাটায় বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকদের বাঁধভাঙা...