শরদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিতে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে কক্সবাজারে। আজ শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে লাখো পর্যটক ভিড় করেছেন দীর্ঘ সমুদ্র সৈকতে। সকাল থেকে বৈরী আবহাওয়া থাকলেও দুপুর গড়াতেই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলী ও লাবণী পয়েন্টসহ আশপাশের অংশগুলো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে। লম্বা ছুটিতে কক্সবাজারে বেড়াতে আসা পরিবার, তরুণ-তরুণী ও শিশুদের উচ্ছ্বাসে সৈকত এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় হোটেল-মোটেল মালিক সমিতির তথ্য অনুযায়ী, কক্সবাজার শহরের সব হোটেল-মোটেল ও রিসোর্টের প্রায় শতভাগ রুম বুকিং হয়ে গেছে। ফলে এখন কোনও হোটেলে খালি রুম পাওয়া যাচ্ছে না। কলাতলী মেরিন ড্রাইভ আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, “টানা ছুটিতে কক্সবাজারে আসা পর্যটকের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। সব হোটেল-মোটেল ও রিসোর্ট ফুল...