এবার গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপের সামনে পাওয়া গেল সোঁদা মাটির ঘ্রাণ; আঁচ করা গেল জলের ছন্দ, আগুনের শিখা, বাতাসের দোলা; আর ওপরে সুনীল আকাশ। সব মিলেমিশে তৈরি হয়েছে এক দারুণ আবহ। এই যে পাঁচ উপাদানের কথা বললাম, এসব মাথায় নিয়েই এবার এই মণ্ডপের থিম ‘পঞ্চভূত’। মানে বৈদিক দর্শনের পাঁচ তত্ত্ব—ক্ষিতি (পৃথিবী), অপ (জল), তেজ (আগুন), মরুত (বায়ু) আর ব্যোম (আকাশ) এখানে রূপ নিয়েছে দৃশ্যমান শিল্পে। শিল্পী পার্থপ্রতীম সাহার শিল্পভাবনায় এ বছরের মণ্ডপ কেবল একটি উৎসব আয়োজন নয়; বরং এক দার্শনিক অভিজ্ঞতাই বলা চলে। মণ্ডপের প্রবেশপথে পাটকাঠি আর বাঁশের নানারকম বুনন দর্শককে মনে করায় পৃথিবীর (ক্ষিতি) ঘ্রাণ। ভেতরে ঝুলছে অলংকৃত নিশান, যেন অপ (জল) আনমনে খেলছে মণ্ডপে। সূর্যের আলো ঝলকাচ্ছে বুননের ফাঁক গলে, লাল রঙের দৃঢ়বন্ধনী দাঁড়িয়ে আছে শক্তি আর তেজের (আগুন)...