কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন (৫৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. সাবেরা আলাউদ্দিন। তিনি জানান, ভিপি জসীম উদ্দীন সম্পর্কে তার দেবর হন। গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টায় তিনি কুমিল্লা সদরের ধর্মপুর তার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে নগরীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটলে তাকে রাধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জসীম মারা যান। মৃত্যুকালে তিনি...