রাজশাহীর টুলটুলিপাড়া মোড়ের পাশের একটি সাটামাটা দোকান - হালিমা মৃৎশিল্প। বাইরে থেকে দোকানটি সাধারণ মনে হলেও ভেতরটা যেন হঠাৎ করেই আলাদা এক জগৎ। মাটির জগৎ! ভেতরে সাজানো রয়েছে মাটির সারি সারি হাঁড়ি-পাতিল, ফুলের টব, শো-পিস, এমনকি গলার চেইন, কানের দুলের মতো বাহারি সব মাটির গয়না। সারি সারি হাঁড়ি-পাতিল, ফুলের টব, শো-পিস ও গয়নার সমাহার। ছবি/মামুনূর রহমান হৃদয় আজকের আধুনিক লাইফস্টাইলের ছোঁয়ায় মাটির ব্যবহার শুধু গ্রামাঞ্চলেই সীমাবদ্ধ নয়। শহরের ঘর সাজাতে, উপহার দিতে কিংবা নিজেকে আলাদা করে তুলতে এসব মাটির জিনিস দারুণ মানিয়ে যায়। ফুলের টব, ছোট ভাস্কর্য, ঘরের কোণে রাখার শো-পিস - এসবই আজ ঘর সাজানোর অংশ। কাঠ বা প্লাস্টিকের পরিবর্তে মাটির তৈরি এসব সামগ্রী ঘরে আনে এক ধরনের প্রাকৃতিক ছোঁয়া। যে ঘরে মাটির শো-পিস থাকে, সেই ঘরে যেন মিশে...