ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আকাশী নীল জার্সিধারীরা গ্রুপের শীর্ষে আছে। অন্যদিকে সবার শেষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখনো শূন্য। চিলির ভালপারাইসোতে অনুষ্ঠিত গ্রুপপর্বের ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে শুরুতেই গোল করেন আলেজো সারকো ও তোমাস পেরেজ। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বেনি একবার ব্যবধান কমালেও শেষ দিকে ইয়ান সুবিয়াব্রে ও সান্টিনো আন্দিনো গোল করে বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। প্রথম ম্যাচে তারা কিউবাকে হারিয়েছিল। আগামী শনিবার আর্জেন্টিনা মুখোমুখি...