বলিউড গ্ল্যামারের ঝলক আর বাঙালি ঐতিহ্যের মিশেল প্রতি বছর দুর্গাপূজার সময় মুম্বাইয়ের সান্তাক্রুজে মুখার্জি পরিবারের সর্বজনীন দুর্গাপূজা যেন বলিউডের তারকাদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়। আর এই উৎসবের মূল আকর্ষণ অবশ্যই দুই পাওয়ার হাউস অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। দীর্ঘদিনের পারিবারিক এই পুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং কাজ এবং ব্যস্ততার বাইরে এসে এই দুই বোনের কাছে শেকড়ের...