মরক্কোতে জেন-জি বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে দুজন নিহত হয়েছেন। এর আগে বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধরা পুলিশ স্টেশনে আগুন দেয়। পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর ডয়চে ভেলের।বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় এ সংঘর্ষ হয়। এ এলাকার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। পুলিশ দাবি করেছে, তারা ছুরি হাতে ছিল। অস্ত্র লুটের চেষ্টা হলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।জেন-জি-২১২ ও মরোক্কান ইয়ুথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভের ঢেউ কমপক্ষে ১১টি শহরে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যসেবা, ক্রমবর্ধমান বৈষম্য এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণরা রাস্তায় নামেন। দিন দিন তাদের সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ যোগ দিচ্ছেন। গত শনিবার থেকে রাবাতে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল; কিন্তু পুলিশ গণগ্রেপ্তার শুরু করলে ক্ষোভ বাড়ে। বুধবারের...