কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় গতকাল বুধবার দুপুর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো দমকা ঝড়ো হাওয়া বইছে। ফলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে কিছুটা বিপত্তি ঘটছে। এছাড়া টানা চারদিনের ছুটিতে কুয়াকাটায় আসা শত শত পর্যটক কিছুটা বিপাকে পড়েছেন। বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ধকল আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে আরো বেড়েছে। পর্যটকরা অনেকে বেড়াতে পারছেন না সৌন্দর্যমণ্ডিত স্পটগুলোতে। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত পর্যটক ঘুরছেন সৈকতের বেলা ভূমে। রয়েছেন অনেকে গোসলে মত্ত। সাগর অনেকটা উত্তাল হয়ে আছে। তারপরও প্রবল ঝুঁকি নিয়ে অনেক জেলেরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য অবস্থান করছেন। কারণ মাত্র একদিন পরে, ৪ অক্টোবর সকাল থেকে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে বর্ষাকালের ইলিশ ধরায় শেষ...