বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছেন সৌন্দর্য ও বিলাসী প্রেমীরা। প্রশাসনের নির্দেশনার বাইরে গিয়েও গোসলে মেতে উঠেছেন হাজারো পর্যটক। ব্যস্ত জীবনের ক্লান্তি মুছতে বৃষ্টিস্নাত সমুদ্রের স্বাদ নিচ্ছেন তারা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উচু ঢেউয়ের মধ্যে নিরাপত্তা নির্দেশনা না মানায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সমুদ্রে না নামার জন্য অনুরোধ জানানো হলেও অনেক পর্যটকরা তা মানছেন না। বিশেষ করে তরুণ পর্যটকদের মাঝে রয়েছে উদাসীনতা। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সৈকতের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশও। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই কুয়াকাটা সমুদ্রসৈকতে বিরাজ করছে বৈরী আবহাওয়া। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি আর প্রবল বাতাসে উত্তাল হয়ে উঠেছে সাগর। অথচ এই প্রতিকূল প্রকৃতিও যেন থামাতে...