ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ সাহায্য নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে। এই অভিযানে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্টদের আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবহর থেকে আটক হওয়া স্বেচ্ছাসেবীরা নিরাপদ ও সুস্থ আছেন। নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে আটক করার পর বড় কোনো ঘটনা ঘটেনি। আশা করা হচ্ছে, আটক ব্যক্তিরা প্রায় দুই ঘণ্টার মধ্যে আশোদ বন্দরে পৌঁছাবেন। এরপর তাদেরকে ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুদ্ধবিধ্বস্ত গাজার ওপর ভয়াবহ অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে গঠিত এই বহরের ৪৪টি নৌযানের মধ্যে অন্তত ৩১টি গতরাত থেকে ইসরায়েলি বাহিনী আটক দেয়। এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল তাতে কর্ণপাত করছে না। ঘটনার আগে জাতিসংঘের বিশেষ...