দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের দিনাজপুর স্পোর্টস ভিলেজে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সকল সদস্য ও প্রবীণ ফুটবলারদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় গত এক বছরের ক্লাবের বিভিন্ন কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্লাবকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত সকল সদস্য ক্লাব পরিচালনার ক্ষেত্রে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয়ভাবে তুখোড় খেলোয়াড় বৃন্দ। দিনাজপুর সোনালী অতীতের নতুন কমিটি দুই বছরের জন্য ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তাহের আবু, সাধারণ সম্পাদক হয়েছেন মো. নুর আলম হক খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন মাসুদ রানা, মুস্তাকিম আহমেদ,...