ফেনীর দাগনভূঞা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাসযাত্রী ও পথচারীসহ অন্তত ১২ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি হারুন উর রশিদ। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন, উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে অটোরিক্সার চালক মো. শ্রাবণ (২০) এবং একই উপজেলার খুঁশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ মাথিয়ারা গ্রামের আবদুর রউপের মেয়ে খোদেজা (৩০), একই এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মো. আব্দুল্লাহ (১৮ মাস), দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মুনাফের ছেলে সাহাব উদ্দিন (৫৫), খুঁশিপুর গ্রামের শহিদ উল্লাহ'র ছেলে নাফসি...