বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বৃহস্পতিবার, বেলা ১২টায় বগুড়ার কৈগাড়ী সিও অফিস সংলগ্ন বাসায় রাহুলের পরিবারের সাথে সাক্ষাৎ করে তারেক রহমারের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহবায়ক আতিকুর রহমান রুমন। শোকাহত এই পরিবারের সাথে সাক্ষাৎকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন আতিকুর রহমান রুমন। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন নিহত রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে...