২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলের বিকল্প জার্সির নকশা ফাঁস হয়েছে বলে দাবি করেছে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। কাতার বিশ্বকাপে আলোচনায় থাকা বেগুনি রঙের পরিবর্তে এবার কালো রঙকে প্রাধান্য দিয়ে এই নতুন জার্সি তৈরি করা হয়েছে। বুধবার ফুটবল জার্সি নিয়ে বিশেষায়িত ও নির্ভরযোগ্য সাইট ‘ওপালেক’ এ তথ্য প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনও নিশ্চিত করেনি, তবে ফাঁস হওয়া নকশাটিই বিশ্বকাপে আলবিসেলেস্তেদের সেকেন্ড কিট বলেই ধারণা করা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে মেসিদের বেগুনি জার্সি নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। এবার কালো রঙের জার্সি হলেও এর সূক্ষ্ম নকশা ও প্রতীকগুলো অনেকটা আগের মতোই রাখা হয়েছে, যা ভক্তদের বিশ্বাস অনুযায়ী আর্জেন্টিনাকে সাফল্য এনে দিয়েছিল। অন্যদিকে, বিশ্বকাপ প্রস্তুতিতে আর্জেন্টাইন কোচ...