গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপপরিদর্শক এমানুল হকের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক মোস্তাফিজার রহমানসহ একটি টিম উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ বুলবুল মিয়াকে (৩৩) আটক করেন। তিনি ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। অপরদিকে, এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে উপপরিদর্শক জুয়েল ইসলাম, সহকারী উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ একটি টিম পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ...