গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের পর উত্তেজনা বেড়েছে। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে ৩৯টি নৌকা আটক করেছে এবং এর ফলে শত শত অ্যাক্টিভিস্ট ও সাহায্যকর্মী আটক হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, মাত্র একটি নৌকা এখন গাজা অভিমুখে রয়েছে। লাইভ ট্র্যাকার অনুযায়ী, মোট ৩৯টি নৌকা আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে অন্য সূত্রগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা উল্লেখ করেছে, যেখানে ১৩ থেকে ১৯টি পর্যন্ত নৌকা আটকের খবর রয়েছে। আটককৃতদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ৩৭টি দেশের প্রায় ২০০ জনেরও বেশি অধিকারকর্মী রয়েছেন বলে জানা গেছে। আটককৃতদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এর আগেও গাজায় ত্রাণ নিতে গিয়ে আটক হন গ্রেটা থুনবার্গ। লাইভ ট্র্যাকার...