এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই শেষ হলেও মাঠের বাইরের নাটক থামছে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল।এতে ক্ষুব্ধ হয়ে নকভি ট্রফি ও মেডেল নিয়ে চলে যান দুবাইয়ের হোটেল কক্ষে। এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘ভারত আসলে খুশি ছিল না কে ট্রফি দিচ্ছে সেটা নিয়ে। আমার মনে হয় না এসব খেলার সঙ্গে থাকা উচিত। রাজনীতি আলাদা, খেলা আলাদা। খেলা তার জন্যই উদযাপিত হওয়া উচিত। ঘটনাটা দেখে খারাপ লাগল। আশা করি ভবিষ্যতে এর সমাধান হবে। এতে খেলোয়াড়রা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে, আর সেটাই সবচেয়ে খারাপ। ’ ভারতের হাতে অপরাজিতভাবে ট্রফি উঠলেও মাঠে হাত মেলানো বা সৌহার্দ্যমূলক...