গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট বেইলি ব্রিজটি এ পর্যন্ত ২৮ বারের মতো ভেঙেছে। ব্রিজের পাটাতন ভেঙে স্লিপার নদীতে পড়ে যাওয়ায় জৈনা বাজার টু কাওরাইদ আঞ্চলিক সড়কের সকল ধরনের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে এই সড়কে চলাচলকারী হাজার হাজার কল-কারখানার শ্রমিকসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজের উত্তরপাশের প্রবেশ মুখের সবকটি স্টিলের স্লিপার খুলে গেছে, যার মধ্যে একটি স্লিপার মাটিকাটা নদীতে পড়ে যায়। ব্রিজের পাটাতন ভেঙে নিচে পড়ে যাওয়ায় সড়কে শত-শত শ্রমিক পরিবহনের বাসসহ অন্যান্য যানবাহন আটকা পড়েছে। স্থানীয়রা জানান, গত শনিবার রাতের কোনো এক সময় বেইলি ব্রিজের দুটি স্লিপার ভেঙে যায়। যাত্রীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পারাপার হচ্ছে। অনেকে ৪-৫ কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে...