পূজার সাজে শাড়ির গুরুত্ব চিরকালীন। সাদা শাড়ির সঙ্গে লালের ছোঁয়া যেন পূজার আবহকে আরও নিবিড় করে তোলে। সম্প্রতি তরুণ অভিনেত্রী পূজা চেরী ঠিক এমনই সাজে ধরা দিলেন ভক্তদের সামনে। লালপাড়ের সাদা শাড়ি, খোলা চুল আর একেবারেই মিনিমাল মেকআপে তার উপস্থিতি যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে বাঙালি নারীর সাজে লালপাড়ের সাদা শাড়ি এক চিরন্তন অনুষঙ্গ। এটি শুধু পোশাক নয়, বরং পূজার আবহে ঐতিহ্যের প্রতীক। পূজা চেরী সেই ঐতিহ্যকেই বেছে নিয়েছেন তার সাজে, তবে একেবারে আধুনিক ছোঁয়ায়। গা ভরা গয়না বা ভারী অলংকার নয়, বরং সরলতায় ভরা সাজে তিনি প্রমাণ করলেন, আভিজাত্য লুকিয়ে থাকে স্বাভাবিক সৌন্দর্যেই। খোলা চুল, ম্যাচিং লিপ কালার আর স্বাভাবিক ভ্রূর টান-সব মিলিয়ে পূজা চেরীর লুক ছিল চোখে পড়ার মতো। আজকের সময়ে যেখানে তারকারা...