গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযান মিকেনো গাজার জলসীমায় প্রবেশ করার পর ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক হয়েছে। এটি অবরুদ্ধ উপকূলে পৌঁছানো প্রথম ফ্লোটিলা জাহাজ। জাহাজটিতে থাকা সব মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য তাদের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে। খবর তুরস্ক ভিত্তিক সংবাদপত্র ইয়েনি সাফাক। এর আগে বৃহস্পতিবারফ্লোটিলার লাইভ ট্র্যাকারজানায়, চলমান নৌযানের মধ্যে মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। তবে নৌযানটি ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর দ্বারা আটক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বাকি ২৩টি নৌযান গাজা উপকূলের কাছাকাছি প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার রাতে ইসরায়েলি বাহিনী গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা এবং বিশ্বব্যাপী মনোযোগ কাড়তে সক্ষম হওয়া নৌবহরের বেশ কয়েকটি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেয়। ৪০টিরও বেশি...