নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক এখন প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন ধারায় যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যাংকটি নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকে রূপান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি বিস্তারিত পরিকল্পনা জমা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকও প্রাথমিকভাবে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। বর্তমানে এনসিসি ব্যাংক তাদের এই রূপান্তরের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি রিপোর্ট) তৈরির কাজ করছে, যা দ্রুতই বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে। সবশেষ ২০২১ সালে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরিত হয়েছিল। এরপরে অন্য কোনো প্রচলিত ব্যাংক পুরোপুরি এই ধারায় আসেনি। এমন সময়ে এনসিসি ব্যাংকের এই আগ্রহ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যখন দেশের বেশ কিছু পুরোনো ইসলামিক ব্যাংক আর্থিক সংকটের কারণে একীভূত হওয়ার মতো...