গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেওয়া নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলের বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে দেয়। পরে তাতে উঠে পড়ে ইসরায়েলের নৌ-সেনারা। বন্ধ করে দেয় নৌ-যান থেকে চলা সরাসরি সম্প্রচার। খবর সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের। প্রতিবেদনে জানা যায়, গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছেন, গাজাগামী বিদেশি কর্মী এবং ত্রাণ বহনকারী ১৩টি জাহাজ ইসরায়েলি বাহিনী থামিয়ে দিয়েছে। ৩০টি জাহাজ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকার দিকে যাত্রা...