হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরবিচ্ছিন্ন আইন-শৃঙ্খলা রক্ষার্থে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বুধবার রাতে তিনি মধুপুর পৌর শহরের মদনগোপাল আঙিনায় অবস্থিত মধুপুরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলাম। পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, ওসি তদন্ত রাসেল আহমেদ, উপ-পরিদর্শক এসআই সেলিমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। এ সময় মধুপুর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য সচিব মানিক চন্দ্রসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বুধবার দিনটি ছিল মহানবমী, দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ভক্তরা দেবী দুর্গার চণ্ডীরূপে আরাধনা করেন এবং অশুভ শক্তির...