পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। আট দলের বিশ্বকাপে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে সেমিফাইনালে উঠবে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল। বিজয়ী দুই দল মুখোমুখি হবে ২ নভেম্বরের ফাইনালে। বাংলাদেশ একাদশ:ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), সোবহানা মোস্তারি, বর্ণা আক্তার, ফাহিমা খাতুন,...