নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। এই ম্যাচে রোদ ঝলমলে আবহাওয়ায় টসে অংশ নিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ও বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফাতিমা ডাক দেন টেলস। টসে উঠলো সেটাই। টস জিতে প্রথমে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ফাতিমা বলেন, ‘উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। ব্যাটিংয়ের জন্য উপযোগী মনে হচ্ছে। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলেছি, যদি নিজেদের খেলা খেলতে পারি তবে যে কাউকেই হারানো সম্ভব।’ পাকিস্তান অধিনায়ক জানান, তাদের দলে তিনজন নতুন মুখ আজ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছেন। টস জিতে প্রথমে ব্যাট...