প্রচণ্ড গরমের কারণে ফ্যান, এসি, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বেশি চলার ফলে মাস শেষে আকাশছোঁয়া বিদ্যুৎ বিল দেখে মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক। তবে কিছু সহজ এবং স্মার্ট কৌশল মেনে চললে এই বিল অনেকটাই কমিয়ে আনা সম্ভব। প্রথমত, ঘরে সাধারণ বাল্বের বদলে স্মার্ট বাল্ব বা এলইডি বাল্ব ব্যবহার করা উচিত, যা বিদ্যুতের ব্যবহার প্রায় ৮০% কমিয়ে দেয় এবং ইনভার্টার ছাড়াই ৩-৪ ঘণ্টা পর্যন্ত আলো দিতে পারে। দ্বিতীয়ত, কোন যন্ত্রটি সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করছে তা জানার জন্য একটি পাওয়ার কনজাম্পশন ট্র্যাকার ব্যবহার করতে পারেন; এটি অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইমে খরচ ট্র্যাক করতে সাহায্য করবে। এছাড়াও, কিছু অভ্যাস বদল করা জরুরি: যেমন এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসে চালানো, ব্যবহার না করলে মেইন সুইচ বন্ধ করা, এবং পুরোনো...