ইসরায়েলি নৌবাহিনীর দ্বারা গাজামুখী ‘সামুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের (ফরেইন অফিস) বরাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। ফরেইন অফিস বিবৃতিতে জানায়, গাজায় চলমান ‘ভয়াবহ মানবিক সংকট’ নিরসনে ইসরায়েলকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। পররাষ্ট্র দপ্তর (এফসিডিও) আরও জানায়, তারা সামুদ ফ্লোটিলার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং এই ঘটনায় সংশ্লিষ্ট একাধিক ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এই পরিস্থিতি যেন নিরাপদে সমাধান করা হয়, সে বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।ইসরায়েল সরকারের দায়িত্ব হচ্ছে গাজার ভয়াবহ মানবিক সংকটের সমাধান করা। বিবৃতিতে আরও বলা হয়, এটি নিশ্চিত করতে হবে যে, ত্রাণ সহায়তার ওপর...