রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক কর্মকতা মামদুদুর রহমানের আবেদনের যোগ্যতা না থাকা সত্ত্বেও তৎকালীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় প্রভাব কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের চাকুরি বাগিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। নিয়োগের শর্ত পূরণ না করার পরও গত ১৬ বছর দলীয় প্রভাবে চাকুরিতে বহাল তবিয়তে ছিলেন এ কর্মকর্তা। জুলাই গণঅভ্যুত্থানের পর তার এ জালিয়াতির সংবাদ একাধিক সংবাদ মাধ্যমে প্রচার হলেও এখন পর্যন্ত এ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন ব্যবস্থা। এছাড়াও তিনি নিয়মিত অফিস করেন না বলেও জানা যায়। জানা যায়, মামদুদুর রহমানের চাকরির জন্য তৎকালীন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপনসহ তিন ছাত্রলীগ নেতা তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মু আবদুল জলিল মিয়ার নিকট মামদুদকে নিয়োগের জন্য ফোনে সুপারিশ করেন । এছাড়াও নিয়োগের শর্ত পূরণ না করা সত্ত্বেও তৎকালীন উপাচার্য বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের...