জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। এর মধ্যেই আবারও লন্ডন সফরে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার (১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বামী ডেভিড বাফকে নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি। মাত্র তিন মাসের ব্যবধানে এটি তার দ্বিতীয় লন্ডন সফর। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই—এই সফরে কি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন? গুঞ্জন জোরদার হচ্ছে, আলোচনার টেবিলে থাকতে পারে জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা ও নির্বাচনী রোডম্যাপের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত জুলাইয়েও লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন ট্রেসি জ্যাকবসন। সে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির কৌশল ও সরকারের প্রতি দলের অবস্থান...