প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে সেটিকে শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করানোর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের মানব ভ্রূণ তৈরির দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এ পদ্ধতির মাধ্যমে বয়স বা রোগজনিত বন্ধ্যাত্বের সমস্যাও দূর করা যেতে পারে। কারণ এ পদ্ধতিটি শরীরের প্রায় যে কোনো কোষকে জীবনের সূচনা বিন্দু হিসেবে ব্যবহারের সুযোগ করে দিয়েছে, যেটিকে কাজে লাগিয়ে সমলিঙ্গ দম্পতিদেরও নিজেদের জিনগত বৈশিষ্ট্যওয়ালা সন্তান পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। তবে পদ্ধতিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা ব্যবহার উপযোগী করতে আরও গবেষণা ও পরিমার্জনের প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এ পদ্ধতি বাস্তব চিকিৎসায় ব্যবহারের উপযোগী হতে এক দশক পর্যন্ত লাগতে পারে। আর যথাযথ অনুমোদনের আগে কোনো বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। মানব জীববিজ্ঞানে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে...