নেত্রকোণার মোহনগঞ্জে খুরশিমূলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপে জোরপূর্বক নাচানাচি নিয়ে বকাটেদের হামলা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের খুরশিমূল গ্রামের ২৪ নং যুব সংঘ দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুরশিমূল গ্রামে রাতে পূজার কার্যক্রম শেষে মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকা থেকে নেশাগ্রস্ত যুবকরা এসে শেষ পর্যায়ে জোরপূর্বক নাচানাচি শুরু করেন। মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দিলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। পূজা মণ্ডপের সভাপতি উৎপল কুমার সরকার বলেন, ১০ থেকে ১৫ জন পোলাপান এসে জোর করে নৃত্য দিতে চেয়েছিলেন। তারা সারারাতেই নৃত্য দিতে চেয়েছিল। এখন রাত ২টা বাজে তারা বন্ধ করতে দিচ্ছিল না। তাদের না করা হয়েছে বিধায় তারা মূর্তি...