জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছে দলটি। বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, ইতোমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দায়ীদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যান। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯ টায় তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা...