আকাশ মেঘে ঢাকা। ভোর হতেই ঝুম বৃষ্টি। বেলা বাড়তে বৃষ্টি কিছুটা কমলেও আবহাওয়া অধিদপ্তর বার্তা দিয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। আর সমুদ্রের ঢেউও আজ একটু বেশি উত্তাল। এসবকে পাত্তা না দিয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি কাটাতে দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। ফলে সৈকত এখন ভ্রমণপিপাসুদের ভিড়ে সরগরম। হোটেল ও মোটেল রুম ‘সোল্ড আউট’। বৃহস্পতিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা গেছে, বৃষ্টির মধ্যেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছে পরিবার-পরিজন নিয়ে আসা পর্যটকরা। অনেকে আবার বৃষ্টির ভেজা ছাপ নিয়ে ছবি তুলছেন। আর শিশু-কিশোররা দৌড়ে বেড়াচ্ছে বালুচরে। ঢাকা থেকে আসা পর্যটক নুসরাত জাহান বলেন, “আবহাওয়া একটু খারাপ হলেও আমাদের কাছে এটা অন্যরকম আনন্দ। বৃষ্টির ভেতর সমুদ্র দেখা অসাধারণ অভিজ্ঞতা। তবে হোটেল রুম পেতে বেশ বেগ পেতে হয়েছে।” হোটেল ব্যবসায়ীরা...