ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়। পাকিস্তানকে দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করছে টাইগ্রেসরা। বিশ্বকাপের মঞ্চ দিয়ে অভিষেক হচ্ছে একজনের। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করবে টাইগ্রেসরা। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ওয়ানডেতে অভিষেক না হওয়া দুই ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। এরমধ্যে অভিষেক না হওয়া এক ক্রিকেটারকে নিয়েই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে টপঅর্ডার ব্যাটার রুবাইয়া হায়দারের। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। আশা করি আমরা ভালো ক্রিকেট খেলব। বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে যে...