বর্ষা এলেই ঢাকায় দেখা দেয় জলাবদ্ধতার চিরচেনা চিত্র। পানিতে ভাসে ঢাকার রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়। দুই সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিলেও দীর্ঘদিনের এই সমস্যা থেকে নগরবাসী এখনও মুক্তি পায়নি। এদিকে রাজধানীতে গতকালের টানা বৃষ্টির পর সকাল থেকেই বহু এলাকা পানিতে ডুবে যায়। নিউ মার্কেট, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও-জাহাঙ্গীর গেট সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, কালশি ও সাঁতারকুলসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানায়, বুধবার থেকে রামপুরা ইউলুপের নিচে এবং মিরপুর ১, কালশি, সাঁতারকুল, নিকেতন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে পানি অপসারণ কার্যক্রম চলছে। সড়কের ম্যানহোল খুলে পানি...