নিয়াজ :সময়ের ব্যবধানে পাঁচ বছরের বেশি। ২০১৯ সালের পর তিনটি আসর হয়েছে। ২০২০ সালে করোনায় খেলা হয়নি আর ’২৩ সালে ফেডারেশন আয়োজন করতে পারেনি। এবার আমি ভালো এবং ধারাবাহিক খেলেছি। আবার চ্যাম্পিয়ন হলাম ভালোই লাগছে। ঢাকা পোস্ট : ৫৯ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন। এই বয়সে দাবার বোর্ডে মনোযোগ রাখা এবং ধারাবাহিকভাবে খেলা কতটা চ্যালেঞ্জিং নিয়াজ :অবশ্যই অনেক কঠিন অস্বীকার করার উপায় নেই। দাবা খেলা আমি ভালোবাসি। দাবার বোর্ডে তেমন ক্লান্তি পায় না। তবে যখন গেম খেলে রাতে বাসায় ফিরি অনেক ক্লান্ত লাগে। এতটাই ক্লান্ত লাগে কাল আরেক রাউন্ড খেলতে হবে এটা মাথায় আসলেই কেমন যেন লাগে। বোর্ডে অবশ্য স্বাভাবিকই থাকি। কিছু সময় বয়সের জন্য একটু এনার্জিতে ঘাটতি হয় তবে সেটা অভিজ্ঞতা দিয়ে পূরণ হয়ে যায়। ঢাকা পোস্ট : এখন বিশ্ব...