ইতিহাস গড়লেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবার পৌঁছে গেলেন এক অভূতপূর্ব মাইলফলকে। ফোর্বসের হিসাবে, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীর সম্পদ এক সময়ে ছাড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার। মানব ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী পৌঁছালেন হাফ-ট্রিলিয়ন ডলারের স্তরে। বুধবার (২ অক্টোবর) ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স ট্র্যাকার জানায়, ৫৪ বছর বয়সী মাস্কের সম্পদ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। যদিও পরবর্তীতে তা সামান্য কমে ৪৯৯.১ বিলিয়নে নেমে আসে। তবে এই সাময়িক উত্থানও যথেষ্ট ছিল নতুন ইতিহাস রচনার জন্য। সম্পদের দৌড়ে মাস্কের অনেক পেছনে রয়েছেন অন্য ধনকুবেররা। তালিকায় দ্বিতীয় স্থানে ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসন, যার সম্পদ ৩৫০.৭ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে মেটার প্রধান মার্ক জাকারবার্গ, সম্পদ ২৪৫.৮ বিলিয়ন ডলার। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া মাস্কের উদ্যোক্তা জীবন...