প্রায় তিন বছরের নিষেধাজ্ঞা শেষে দেশের অন্যতম পাহাড়চূড়া বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে শর্তসাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষর করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথমদিনই এ স্থানে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যটন-সংশ্লিষ্টদের অনুরোধে এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতির উন্নতির কথা বিবেচনায় নিয়ে পর্যটকদের জন্য কেওক্রাডং পাহাড়চূড়া খুলে দেওয়া হলো। আইনশৃঙ্খলা বিষয়ে নিয়মকানুন মেনে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন। স্থানীয় ব্যবসায়ী পাইলিয়াম বম বলেন, প্রথমদিনেই অনেক মোটরসাইকেল আরোহী সেনাবাহিনীর তৈরি সড়কপথে কেওক্রাডং ভ্রমণে গেছেন। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পর্যটকদের উপস্থিতিতে স্থানীয়দের উৎপাদিত ফলমূল বিক্রি বেড়েছে। তাঁতের পোশাকও কিনেছেন অনেকেই। কেওক্রাডং খুলে দেওয়া হলেও দূর-দূরান্তের...