০২ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম আসন্ন ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা পাবেন ৬টি বাস সার্ভিস। এ দাবিতে গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের প্রতিনিধি দল এবং ভিসির কাছেও মৌখিকভাবে বিষয়টি তুলে ধরেন। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পরিবহন প্রশাসককে বাস সার্ভিসের ব্যবস্থা করার নির্দেশ দেন। ইতিমধ্যে ছাত্রশিবিরের আহ্বানে ৩০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এ উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভিসি ও ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান। শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ঢাকায় কেন্দ্রীভূত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বিপুল সংখ্যক ইবি শিক্ষার্থীর অংশগ্রহণ থাকবে। ব্যক্তিগতভাবে যাতায়াত করা যেমন ব্যয়বহুল, তেমনি কষ্টসাধ্য। তাই শিক্ষার্থীদের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভিসি প্রফেসর ড....