নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের জন্য ২০২৪ অর্থবছর ছিল এক ভয়াবহ মন্দার বছর। এই অস্থির পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের মতো দেশের ব্যাংকগুলোকেও গুনতে হয়েছে বিপুল অঙ্কের লোকসান। প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন মোট ৩৪টি ব্যাংকের মধ্যে ৩১টি ব্যাংকই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৬২৯ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে, মাত্র তিনটি ব্যাংক সামান্য মুনাফা করতে পেরেছে, যার মোট অঙ্ক মাত্র ২৩ কোটি টাকা—যা বিশাল লোকসানের তুলনায় নগণ্য। বাজার বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলোর এই বিপুল লোকসানের পেছনে মূলত পরিচালকদের অদূরদর্শী সিদ্ধান্ত, বিনিয়োগে তহবিলের সঠিক ব্যবহার না হওয়া, ফ্লোর প্রাইস বলবৎ থাকার কারণে সময়মতো শেয়ার বিক্রি করতে না পারা এবং দুর্বল মৌলভিত্তি বা 'জাঙ্ক শেয়ারে' ঝুঁকিপূর্ণ বিনিয়োগই প্রধান কারণ। শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য অধ্যাপক...