পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এই আলাপ অনুষ্ঠিত হয়। আলাপচারিতায় দুই পক্ষই দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর জোর দেন। এ সময় তারা বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামগুলোতেও পারস্পরিক সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এর আগে চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনবিষয়ক ফেডারেল মন্ত্রী মোহাম্মদ রেজা হায়াত হররাজও ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় যখন রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা বাড়ছে,...