ইসরাইলের সব বাধা উপেক্ষা করে গাজার জলসীমায় প্রবেশ করলসুমুদ ফ্লোটিলারএকটি জাহাজমিকেনো। উপত্যাকার পথে এগিয়ে চলছে আরও ২২টি ত্রাণবাহী নৌযান। মধ্যরাত থেকেই ইসরাইলের নৌবাহিনী কমপক্ষে ২১টি নৌযান জব্দ করেছে। আটক করা হয়েছে আলোচিত পরিবেশবিদগ্রেটা থুনবার্গসহ ৩৭ দেশের দুই শতাধিক মানবাধিকারকর্মীকে। গাজামুখী নৌজানগুলোর পথ আটকাতে ইসরায়েলি বাহিনীজলকামান থেকে পানি ছড়াসহ বিভিন্নভাবে বাধা তৈরি করছে। ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশী আলোকচিত্রীশহীদুল আলম। ইসরাইলের নৌবাহিনী একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে। সব বাধা উপেক্ষা করে এখনও ত্রাণ নিয়ে উপত্যকার পথে এগোচ্ছে অন্তত ২৩টি নৌজাহাজ।লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গাজার জলসীমায় প্রবেশ করেছে নৌযানমিকেনো। ইসরায়েলের হুমকি, যুদ্ধজাহাজের তাড়া ও অন্যান্য প্রতিকূলতা পেরিয়ে যখন নৌবহর গাজার খুব কাছাকাছি পৌঁছেছিল, তখন থেকেই হামলা শুরু হয়েছে। বুধবার মধ্যরাতে মানবাধিকারকর্মীদের বেশ কয়েকটি জাহাজ ঘিরে ফেলা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২১টি নৌযান জব্দ...