সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার রাতে স্থানীয় সময় নিউইয়র্কের জ্যামাইকার একটি হোটেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ চৌধুরীসহ যুক্তরাষ্ট্র এবং নিউইয়র্ক বিএনপির নেতৃবৃন্দ।ড. খন্দকার মোশাররফ হোসেন যুক্তরাষ্ট্র এবং নিউইয়র্ক বিএনপির নেতাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ অনেক দিনের স্বৈরশাসনের কবলে থাকায় মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরশাসকের বিদায়ের...