বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, লিটন দাসের নেতৃত্ব দলে ইতিবাচক প্রভাব রাখে। সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অধিনায়ক হিসেবে লিটন মাঠে থাকলে দলের ভেতরে আত্মবিশ্বাস বেড়ে যায়, ব্যাটিং লাইনআপ হয় অনেক বেশি দৃঢ়। সাকিব বলেন, “অধিনায়ক ছন্দে থাকলে দলের জন্য অনেক ইতিবাচক প্রভাব পড়ে। শেষ দুই ম্যাচে লিটন থাকলে ব্যাটিং লাইনআপটা ভালো থাকত। তখন এতটা শাফল করার প্রয়োজন হতো না। রেজাল্ট ইতিবাচক হতো কি হতো না, বলা কঠিন। ” সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন আনা হলেও ব্যাটিং অর্ডারে কিছুটা অস্থিরতা দেখা যায়। অভিজ্ঞতার অভাব এবং নেতৃত্বের শূন্যতা সেই অস্থিরতা আরও বাড়িয়েছে বলে মনে করছেন অনেকে। তবে সাকিবের মতে, শুধু ব্যাট হাতে রান নয়, লিটনের নেতৃত্বও...