রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের দ্বারা গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের চিহ্নিত কর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযাত্রী হিসেবে মূল্যায়ন করে দলটি। তাই এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরও সতর্ক হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।’ এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এনসিপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা।...